ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ায় গাইবান্ধায় সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
জ্বালানি তেলের দাম বাড়ায় গাইবান্ধায় সমাবেশ

গাইবান্ধা: হঠাৎ করে সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় গাইবান্ধায় সমাবেশ করেছে জেলা নাগরিক মঞ্চ।

শনিবার (৬ আগস্ট) দুপুরে শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আলী প্রামাণিক, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির, সদস্য সচিব মোর্শেদ হাসান দীপন, অ্যাড. ফারুক কবির, শিক্ষক আব্দুল আহাদ বকুল প্রমুখ।  

বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নাগরিক জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে। এছাড়া অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।