ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
শাহবাগে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রকি নামে অপর একজন আহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় ঈদগাহ মাঠের পাশে মেইন রাস্তা সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভাসমান দুই মাদকাসক্ত জাতীয় ঈদগাহ মাঠের পাশে মেইন রাস্তা সংলগ্ন ফুটপাতে মারামারি করেন। পরে অপর এক মাদকসেবকের ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় রকি নামে আরেক ভাসমান মাদকাসক্ত আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়েছে।

মওদুত হাওলাদার বলেন, আহত রকি বিস্তারিত কিছুই বলতে পারছেন না। একবার বলছেন নিহতের নাম সুমন। আবার বলছেন জয়নাল। বেশ কয়েকটা নাম আমাদের জানিয়েছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভাসমান অবস্থায় রাস্তায় থেকে মাদক সেবন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।