ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডাইনোসর যেভাবে মারা গেছে ডাকঘর সেভাবে মরবে না: মোস্তফা জব্বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
ডাইনোসর যেভাবে মারা গেছে ডাকঘর সেভাবে মরবে না: মোস্তফা জব্বার

মাদারীপুর : ডাইনোসর যেভাবে মারা গেছে ডাকঘর সেভাবে মরবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, ডাকঘরও ডিজিটাল হচ্ছে।

প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে মাদারীপুর জেলার রাজৈরে নির্মাণাধীন উপজেলা ডাকঘর অফিস পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশটা আসলে একটা সোনা ফলা দেশ, আমি কামনা করি আমাদের মায়েরা এই সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে।

এর আগে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মোস্তফা জব্বারকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে এক মুক্ত আলোচনায় বক্তব্য দেন মন্ত্রী।

আলোচনায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮২২ ঘণ্টা, ৬ আগস্ট, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।