ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অমিত হাবিবের স্মরণ সভা-দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
ঝিনাইদহে অমিত হাবিবের স্মরণ সভা-দোয়া

ঝিনাইদহ: প্রতিষ্ঠাতা দেশ রূপান্তরের সম্পাদক ও ঝিনাইদহের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক, কলামিষ্ট প্রয়াত অমিত হাবিবের স্মরণে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে হাবিবার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম নূরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মালয়েশিয়ার লিংকন ইউনিভারসিটির শিক্ষক সাজ্জাতুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, অমিত হাবিবের ভাই ফয়জুল হাবিব রানা।  

অনুষ্ঠান পরিচালনা করেন জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিচুজ্জামান। এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ।

সভায় উপস্থিত অতিথিরা বলেন, প্রতিষ্ঠাতা দেশ রূপান্তরের সম্পাদক প্রয়াত অমিত হাবিবের মত একজন খ্যাতিমান সাংবাদিককে হারিয়ে মহেশপুর বাসীসহ আমরা সবাই শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

অপর দিকে প্রয়াত সাংবাদিক অমিত হাবিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিকেলে বাড়িতে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়। সেসময় আত্মীয় স্বজন পরিবার পরিজনসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।