ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় নির্মাণাধীন পাইলিং স্ট্যান্ড ভেঙে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
চকরিয়ায় নির্মাণাধীন পাইলিং স্ট্যান্ড ভেঙে নিহত ২

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে দুই পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁহাসিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

নিহতরা হলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার সংলগ্ন কিসমত পাড়ার মৃত লাল মিয়ার ছেলে সুলতান আহমদ (৫০) এবং একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫)।

হেলাল উদ্দিন বলেন, কিছুদিন আগে চকরিয়ার ফাঁসিখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বহুতল ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ চালাচ্ছে। শনিবার বিকেলে কাজ করার সময় স্থানীয় কিছু উৎসুক জনতা জড়ো নির্মাণকাজ দেখছিল। এ সময় পাইলিংয়ের কাজে ব্যবহৃত স্ট্যান্ড ভেঙে উৎসুক জনতার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে উপস্থিত দুইজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, হাসপাতাল থেকে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের স্বজনরা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।