ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে আলম (২৩) নামে একজন মারা গেছে। তার শরীর ৭০ শতাংশ পোড়া ছিল।

শনিবার (৬ আগস্ট) দিনগত রাত সারে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

শেখ হাসিনা ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আইউব হোসেন জানান, দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে একজনের সর্বোচ্চ পুড়েছে ৯৫ শতাংশ।

*** ভাঙারি দোকানে আগুন, দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।