ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেসবুকে ঘোষণা দিয়ে আবাহনী থেকে কিংসে বাদশাহ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
ফেসবুকে ঘোষণা দিয়ে আবাহনী থেকে কিংসে বাদশাহ

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। আগামী মৌসুমের জন্য এবার আরও শক্তিশালি দল গঠনের চিন্তায় রয়েছে বসুন্ধরা।

নিজেদের বেঞ্চকে আরও বেশি শক্তিশালি করেছে তারা। এরই ধারাবাহিকতায় আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন দলের অন্যতম সেরা তারকা টুটুল হোসেন বাদশাহ।

বসুন্ধরা কিংসে যোগ দেয়ার বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন বাদশাহ। আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যাওয়ার ঘোষণা দিয়ে টুটুল হোসেন বাদশা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম আবাহনীতে নাম লিখিয়েছিলাম ২০১২ সালে। ২০১৩-১৪ মৌসুমে আবার প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। সর্বশেষ লিগ পর্যন্ত আমি টানা আবাহনীতে ছিলাম। আমি পরবর্তী মৌসুমে বসুন্ধরা কিংসে যোগদান করতে যাচ্ছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে যেন আরও ভালো কিছু করতে পারি। ’

টুটুল হোসেন বাদশ দীর্ঘদিন খেলা ক্লাব আবাহনীর কোচ-অফিসিয়াল, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেছেন।

বাংলাদেশ সময়: ২৪১৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।