ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিমাপে কম দেওয়ায় পলাশবাড়ীর রূপ ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
পরিমাপে কম দেওয়ায় পলাশবাড়ীর রূপ ফিলিং স্টেশনকে জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৭ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।

এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।  

আব্দুস সালাম জানান, অভিযুক্ত ফিলিং স্টেশনে পরিমাপে কম জ্বালানি দেওয়া হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে রূপ ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।