ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশাল: ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহীম ও ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকদল।

রোববার (৭ আগস্ট) সকাল ১১টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপির দলীয় কার্যলয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।



বরিশাল জেলা (দক্ষিণ) কৃষক দলের আহ্বায়ক এইচ. এম. মহসিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকদল সদস্য সচিব সফিউল আলম সাফরুল, যুগ্ম আহ্বায়ক সবুর খান, মনির হোসেন, মোজাম্মেল হাওলাদার, জাহাঙ্গীর হোসেন ও কোতোয়ালি কৃষকদল সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক মো. রুবেল।  

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদলের নেতারা অংশ নেন।

এর আগে, জেলা কৃষক দল নেতাদের নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাব চত্বর থেকে দলীয় কার্যলয়ের সমাবেসস্থলে এসে সম্পন্ন হয়। তবে সমাবেশ শেষে নগরে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি ব্যারিকেডে অশ্বিনী কুমার হল ফটকে তা আটকে যায়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।