ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
নওগাঁয় পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় এক ফিলিং স্টেশনকে ৩০ জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়াও পূর্বের কেনা সার নতুন মূল্যে বিক্রির দায়ে আরও এক সারের সাব-ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৭ আগস্ট) বিকেলে উপজেলার বাদমালঞ্চি ও গাবতলী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার বাদমালঞ্চি এলাকায় অবস্থিত সোনার ফিলিং স্টেশন ও গাবতলী বাজারে অবস্থিত সারের সাব-ডিলার মেসার্স বাবু অ্যান্ড ব্রাদার্স।

অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।

অভিযান শেষে শামীম হোসেন বলেন, রোববার দুপুরে উপজেলার বাদমালঞ্চি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পেট্রোল প্রতি ৫ লিটারে ২১০ মিলি কম, অকটেন ও ডিজেল প্রতি ৫ লিটারে ১৮০ মিলি কম দেওয়ায় সোনার ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই কর্মকর্তা আরও বলেন, এছাড়াও উপজেলার গাবতলী বাজারে অভিযান চালিয়ে পূর্বের কেনা (৮০০ টাকা বস্তা) ইউরিয়া সার নতুন মূল্যে (১১শ টাকা বস্তা) বিক্রির অপরাধে সারের সাব-ডিলার মেসার্স বাবু অ্যান্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আসাদুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নিয়ামতপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এবং নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।