ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকবাজারে আগুন: ৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
চকবাজারে আগুন: ৬ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদাস এলাকার ঢাকা প্লাস্টিক নামে একটি ভবনের আগুনে নিহত ৬ হোটেল কর্মীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরের দিকে মিটফোর্ড হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা ২টার দিকে ময়নাতদন্ত শুরু করা হয়, শেষ হয় পৌনে ৪টার দিকে। আগুনে পোড়া ছিল ছয়টি মৃতদেহ। আমরা ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছি। সেগুলো সিআইডির ফরেনসিক টিমের কাছে হস্তান্তর করা হবে।

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ছয় হোটেল কর্মচারী হলেন— ওহাব আলী ওসমান (২৫), বেল্লাল সরদার (৩৫), স্বপন সরকার (১৮), মোতালেব (১৬), শরীফ (১৬) ও রুবেল (২৮)।  

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, ছয়টি পোড়া লাশের দাবিদার পাওয়া গেছে। সকল নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা যায়, ইতোমধ্যে ৬ জনের মরদেহ শনাক্ত করেছেন ছয় পরিবারের লোকজন। মরদেহগুলো বিকেলের পরে স্বজনদের কাছে হস্তান্তর করতে পারে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।