ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বিষধর সাপের ছোবলে নিহার বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার স্বামী মজিবুর শিকদার বাংলানিউজকে জানান, শনিবার ভোরে শয়ন কক্ষ থেকে ফজরের নামাজ আদায় করা জন্য টিউবওয়েলে ওজু করতে যান নিহার বেগম। এ সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাবাচ্ছুম আক্তার লিমা।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এসআরএস