ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

আত্রাই নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
আত্রাই নদীতে ডুবে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে ডুবে আপন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিবগঞ্জের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

  আপন একই উপজেলার সুলতানপুর গ্রামের শ্রী পলাশের ছেলে।

বাবা শ্রী পলাশ বাংলানিউজকে জানান, সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে শিবগঞ্জের ঘাট এলাকায় আসে পলাশ। পড়া শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয় পলাশ।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে নদীতে নেমে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় এক ঘণ্টা পর ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।