ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় ২ বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় ২ বিএনপি নেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাসে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার কৌশল্যারবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির সিদ্দিক উল্যার ছেলে মো. মোস্তফা (৪০) ও কাঁঠালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. রিন্টু (৫০)।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস সড়কের পশ্চিম পাশে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তারা দুইজনই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।