মানিকগঞ্জ: মানিকগঞ্জে দুইটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৮ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- জেলা সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মোশাররফ হোসেনের ছেলে আশিক (২৮), চান্রদইর এলাকার মীর বাবুলের ছেলে মনির হোসেন নবু (৩১), মানোরা এলাকার আব্দুল রউফের ছেলে জুয়েল মিয়া (২৯) এবং ডাউটিয়া এলাকার জামাল সরকারের ছেলে মনির (৩৫), বকচর এলাকার তাইজুদ্দিনের ছেলে খোকন মোল্লা (৩২)।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার সিংগাইর ও সদর থানার দুইটি এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ওই পাঁচ মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এছাড়া এ সংক্রান্তে জেলা সদর ও সিংগাইর থানায় পৃথক দুইটি মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসআরএস