ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাসে সিএনজির ধাক্কা, আহত ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাসে সিএনজির ধাক্কা, আহত ৬

ঢাকা: ঢাকার পোস্তগোলা ব্রিজের ওপরে মাইক্রোবাসে যাত্রী বোঝাই একটি চলন্ত সিএসজি পিছন দিক দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা ৬ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপরে ঘটে এ দুর্ঘটনা। পরে ঘটনায় আহতদের ওই মাইক্রোবাস করেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- স্বপন (৩০), স্বর্ণা (১৭), ববি (২৭), মাসুম (১৭), নাছিমা (৪০) ও অজ্ঞাত এর ব্যক্তি (৪৫)।

মাইক্রোবাসের চালক আলমগীর বলেন, পোস্তগোলা ব্রিজের ওপরে আমি মাইক্রোবাস ঘোরানোর সময় একটি যাত্রী বোঝাই সিএনজি দিক থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ছয় যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে আমার মাইক্রোবাসে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও জানান,এটি পোস্তগোলা ব্রিজ থেকে কেরানীগঞ্জ এলাকায় যাত্রী নিয়ে যাতায়াত করা সিওনজি ছিল।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ঘটনায় আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এজেডএস/এফআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।