ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাভারে দুই হাসপাতাল সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
সাভারে দুই হাসপাতাল সিলগালা

সাভার, (ঢাকা): আশুলিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অবৈধ দুটি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুল হুদা।

সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও শ্রীপুর পপুলার হসপিটাল। অভিযানকারীরা বলছেন, হাসপাতাল দুটির কাছে বৈধ কোনো কাগজ নেই। হাসপাতাল পরিচালনায় স্থানীয় অনুমতির যে কাগজ থাকে তাও দেখোতে পারেনি সংশ্লিষ্টজনরা।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইমুল হুদা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাভারে কোনো অবৈধ ক্লিনিক চালান যাবে না। প্রভাবশালী লোক কিংবা বড় প্রতিষ্ঠান যাই থাকুক না কেন; অভিযান চলমান থাকবে।

অভিযানে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) রাজু মণ্ডলের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি টহল দল উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।