ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাইস মিলের ছাদ ধ্বসে ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
রাইস মিলের ছাদ ধ্বসে ৩ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিল ধ্বসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

 

এক হাজার মন ওজনের একতা অটো রাইস মিল ভেঙ্গে ছাদের ওপরে পরে। এ সময় ছাদ ধ্বসে পড়ে। ভেতরে থাকা শ্রমিকরা ধংসস্তুপের নিচে চাপা পরে। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে গোপালপুর এবং ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তুপের নিচ থেকে এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো শ্রমিক থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বাংলানিউজকে জানান, দোতলা একতা রাইস মিলটি ছাদসহ ধ্বসে পড়ে শ্রমিকদের ওপর। এ পর্যন্ত তিন জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।