ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে সাদিকুর রহমান (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

সাদিকুর ওই উপজেলার কালিয়ারভাঙা গ্রামের জামিরুল ইসলমের ছেলে।

জানা গেছে, সকালে জমিতে কাজ করতে কালিয়ারভাঙা হাওরে যান সাদিকুর। সে সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।