চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩টি ককটেলসহ মোঃ সিরাজুল ইসলাম ওরেফে সজিব (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বুধবার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক সজিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন হুজরাপুর এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রাম থেকে সজিবকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৩টি ককটেল, একটি মোবাইলফোন ও একটি সীমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা সেপ্টেম্বর ৮, ২০২২
এফআর