ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

৩৪তম বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির নেতৃত্বে শওকত-হুমায়ুন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
৩৪তম বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির নেতৃত্বে শওকত-হুমায়ুন

ঢাকা: ৩৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৩) সভাপতি নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. শওকত ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মিরপুর দুয়ারীপাড়া সরকারি কলেজের প্রভাষক হুমায়ুন কবির।  

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়ে শেষে বিকেল সাড়ে ৪টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সজল আলী কাইজেন।

 

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী, সহ-সভাপতি (ঢাকা মহানগর) মো. শরিফ হোসেন, সহ-সভাপতি (ঢাকা বিভাগ) বাণী হালদার, সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) মেহেদী হাসান, সহ-সভাপতি (রংপুর বিভাগ) সোহেল আরমান সাজু, সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) শাহিন আলম, সহ-সভাপতি (বরিশাল বিভাগ) মো. জাকির হোসেন, সহ-সভাপতি (পদ্মা বিভাগ) মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মো. মুশফিকুর রহমান, মোসা. মনিরা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. সোহের সরকার এবং প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা।  

প্যানেলবিহীন এই নির্বাচনে এর আগে ১৩ জন প্রার্থী একক হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি (খুলনা বিভাগ) গৌতম কুমার পাল, সহ-সভাপতি (সিলেট বিভাগ) সজিব দে, সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) মো. মাসুদ রানা, সহ-সভাপতি (মেঘনা বিভাগ) মো. ওমর ফারুক মজুমদার, দপ্তর সম্পাদক মু. মুনজুরুল হাসান।  

এ বিষয়ে পদ্মা বিভাগের নব নির্বাচিত সহ-সভাপতি মো. কামরুল হাসান বলেন, নির্বাচনে সামান্য প্রযুক্তিগত জটিলতা থাকলেও নির্বাচন কমিশনের প্রচেষ্টা ও ভোটারদের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আশা করি আমরা অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের মূল্যায়নের মান রাখতে পারবো।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।