ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নিখোঁজ গৃহবধূর স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
খুলনায় নিখোঁজ গৃহবধূর স্বামী আটক

খুলনা: খুলনায় নিখোঁজ গৃহবধূ রহিমা খাতুনের (৫৫) স্বামী বেলাল হাওলাদারকে (৬৫) আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বেলাল হাওলাদার আড়ংঘাটা থানাধীন তেলীগাতি এলাকার ইসমাঈল হাওলাদারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর হায়দার বলেন, রহিমা খাতুনের দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদার। তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে তদন্ত কর্মকর্তা ৫ জন আসামিকে আটক করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রহিমা খাতুনের স্বামীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো ক্লু বের করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।

গত ১৬ দিনেও খোঁজ মেলেনি খুলনায় নিজ বাসা থেকে নিখোঁজ গৃহবধূ রহিমা বেগমের (৫৫)। তাকে হন্যে হয়ে খুঁজছেন তার ৬ সন্তান। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনো মাইকিং, কখনো আত্মীয়-স্বজনদের দ্বারস্থ হচ্ছেন তারা। রহিমা খাতুনের সন্ধান চেযে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূটি করেছেন তার স্বজনরা। এ অপহরণে ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

নিখোঁজ গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ১০টায় খুলনা মহানগরের মহেশ্বরপাশার উত্তর বণিকপাড়ার নিজ বাসা থেকে টিউবওয়েলে পানি আনতে দোতলা থেকে নিচে নামেন রহিমা বেগম। এরপর আর ঘরে ফেরেননি তিনি। স্বামী ও ভাড়াটিয়ারা নলকূপের পাশে ঝোপঝাড়ে তার ব্যবহৃত ওড়না, স্যান্ডেল ও বালতি দেখতে পান। সেই রাতে রহিমা খাতুনকে খুঁজতে আত্মীয়স্বজন, আশপাশসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন সন্তানরা। এরপর গত ১৬ দিন কেটে গেছে। কিন্তু তার সন্ধান মেলেনি।

স্থানীয়রা জানান, প্রায় ২০ শতক জমির মালিক রহিমা বেগম। শরিকদের জমি দেওয়ার পর ২০১৯ সালে তার বাড়ির বিপরীত পাশে অবস্থিত গোলাম কিবরিয়া ও হেলাল শরীফের কাছে ৪ দশমিক ৮৬ শতক জমি বিক্রি করেন। এরপর মামলা-পালটা মামলা, হুমকি-পালটা হুমকির ঘটনা ঘটে একাধিকবার। এ নিয়ে গত প্রায় তিন বছর ধরে দুই পক্ষের মধ্যে চলছে প্রকাশ্যে দ্বন্দ্ব।

এদিকে ঘটনার রাতের সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৪৯ মিনিটের সময় বাড়ির সামনে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন রহিমা। এরপর আবার ভেতরে চলে যান। পরদিন সকাল পর্যন্ত ফুটেজে তাকে আর বের হতে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।