ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে ট্রলি উল্টে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
নড়াইলে ট্রলি উল্টে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার উথলি এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে সজিব শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর।

 

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়া-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব কালিয়ার সিতারামপুর গ্রামের রুলু শেখের ছেলে। আহত কিশোরের নাম রিহাদ শেখ (১৩)।  

স্থানীয়রা জানান, ওই সড়কের উথলি এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ট্রলিচাপা পড়ে চালকের সহযোগী হেলপার সজিব ও রিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলি ট্রলিটির চালক নাহিদ পালিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।