ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘সুইস ব্যাংকে পাচারকারীদের তালিকা চাওয়া হয়েছিল, আসেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
‘সুইস ব্যাংকে পাচারকারীদের তালিকা চাওয়া হয়েছিল, আসেনি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন

ঢাকা: দেশের অর্থ পাচারকারীদের তালিকা বহু আগেই সুইস ব্যাংকের কাছে চাওয়া হয়েছিল, সেই তালিকা আসেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনের সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, সুইস ব্যাংকে তো বহু আগেই আমরা আমাদের ডিমান্ড পাঠিয়েছিলাম। আমরা তালিকা চেয়েছিলাম। তালিকা কিন্তু আসে নাই, কেউ বলতে পারে নাই। সবাই বলে যায়, হাওয়ায় কথা বলে যায়। কিন্তু কেউ সঠিক তথ্য দিয়ে বলতে পারে না। এটা একটা সমস্যা, এটা আমরা দেখছি। মানি লন্ডারিং বন্ধ করার ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে। ’

অর্থ পাচারকারীদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘এমন অনেকেরই অর্থ পাচারের তথ্য আমার কাছে আছে, ওটা আপনারা লিখবেন কিনা সন্দেহ আছে। আমি সোজা কথা বলি, অনেকের ব্যাপারে অনেক স্বনামধন্যদের ব্যাপারেও আমার কাছে তথ্য আছে। তবে এটা দুর্নীতি দমন কমিশন এবং ব্যাংকের মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে। সামনে একদিন আসবে আপনারা লিখবেন কিনা আমি সেটা দেখব। এটা হলো আমার কথা। মানি লন্ডারিং বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। নজরদারিতে আনা হয়েছে বলেই তো আপনারা জানতে পারলেন। আপনারা খুঁজে বের করেননি তো, সাংবাদিকরা বের করেননি। এ ব্যাপারে আমাদের তদন্ত হচ্ছে। ’

রিজার্ভ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার সময় যখন আমাদের খরচ ছিল না তখন রিজার্ভ বেড়েছে। এরপরে যখন আমাদের ক্যাপিটাল মেশিনারিজ থেকে শুরু করে আমদানি শুরু হয়েছে তখন তো কিছু কমেছে। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশ কিন্তু সব সময় যেখান থেকে যত ঋণ নেয়, ঠিক সময় মতো ঋণটা পরিশোধ করে। এখানে আমরা কিন্তু কোনো ঋণ ডিফল্টার হয়নি। সেটা করতে যেয়েও রিজার্ভে একটু টান পড়ে, এটাও বাস্তবতা। ডলার নিয়ে কিছুটা খেলা কিছু শ্রেণি তো খেলতে শুরু করেছিল। ভালোভাবে মনিটরিং করা হয়েছে দেখেই আজকে একটা স্থিতিশীল পরিস্থিতি আমরা আনতে পেরেছি। সংকটটা যেটা, সেটা তো আন্তর্জাতিক বিষয় থেকে এসেছে, এখানে আমাদের নিজেদের দায়িত্ব আছে তাও তো না। সার থেকে শুরু করে কৃষি উপকরণ পৃথিবীর যেখান থেকে পাচ্ছি আমরা নিয়ে এসে সরবরাহ করে যাচ্ছি। আমরা কোনো দিকে কিন্তু এতটুকু শিথিলতা দেখাচ্ছি না। আমাদের দেশের মানুষের কল্যাণে যা যা করণীয় আমরা কিন্তু করে যাচ্ছি। ’

আরও পড়ুন:
সম্পর্ক সুসংহত করে আরও এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী
নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাবে না আ. লীগ: শেখ হাসিনা
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ হতে পারে: প্রধানমন্ত্রী

‘সব কথা বলার পরেও বলে—কথা বলার অধিকার নাই’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসকে/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।