ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

লোহাগড়ায় তিন মাদক বিক্রেতার কারাদণ্ড  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
লোহাগড়ায় তিন মাদক বিক্রেতার কারাদণ্ড
 

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন মাদক বিক্রেতাকে কারা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার গোপীনাথপুর ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে ৪২ পুরিয়া গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাদের এ সাজা দেওয়া হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায়।
 
এ সময় সঙ্গে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ ওই দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদক বিক্রেতা সোহরাব খাঁকে (৪৫) ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আব্দুল্লাহ শেখ (২০) ও মো. শাহীনকে (২৫) দুই মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তিনজনের বাড়িই গোপীনাথপুর ব্যাপারীপাড়ায়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সোহরাব খাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ পুরিয়া গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।