ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতীয় নয়া রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
ভারতীয় নয়া রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ঢাকায়

ঢাকা: পেশাগত দায়িত্বের কারণে বাংলাদেশ ছেড়েছেন ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। তার জায়গায় এসেছেন প্রণয় কুমার ভার্মা।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভারতের নতুন হাইকমিশনার হিসেবে ঢাকা মিশনে যোগ দিয়েছেন প্রণয়।

ঢাকা আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় কুমার ভার্মা। ১৯৯৪ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন।

ভিয়েতনামের আগে তিনি ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে।

২০১৭ থেকে নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন প্রণয় ভার্মা। তার আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রণয় ভার্মা প্রথমে টাটা স্টিলে কাজ করেছেন। ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি আছে তার।

উল্লেখ্য, প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে গত ১৮ সেপ্টেম্বর বিদায় নেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।