ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে সাপের ছোবলে প্রধান শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ঝিনাইদহে সাপের ছোবলে প্রধান শিক্ষকের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার এস্তেকাপুর গ্রামের সাপের ছোবলে বদিরুজ্জামান এপো (৫১) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

 

বদিরুজ্জামান ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, বদিরুউজ্জামান গতকাল শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুর পাড়ে শ্যালো মেশিন চালু করতে যান বদিরুজ্জামান। সে সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক লিমন পারভেজ বাংলানিউজকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষককের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।