ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ বন্দীর মৃত্যু ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ বন্দীর মৃত্যু ঢামেকে

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দী আনিছুর রহমানের (৬০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মো. আসাদুজ্জামান জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে কিডনি হাসপাতালে, পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে জরুরি বিভাগে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। তার কয়েদি নং ৮৫৮৭/এ।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার মামলার বিবরণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।