ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
গাংনীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শ্রমিক নিহত প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে অটোভ্যানের চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে নাজমা খাতুন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তেঁতুলবাড়ীয়া-কাজীপুর সড়কের সাহেবনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়া এলাকার আসমত আলীর মেয়ে। তিনি সরকারি রাস্তা (সংস্কার) মেরামতে মাটি কাটার কাজ করতেন।  

জানা যায়, কয়েকজন অটোভ্যানে করে কাজে যচ্ছিলেন। পথে সাহেবনগর গ্রামের কাছে পৌঁছালে, ভ্যানের চাকায় নাজমার ওড়না জড়িয়ে গেলে গলায় ফাঁস লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান। এতে  গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়ার পথেই মারা যান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।