ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুকসুদপুরে বাড়ির উঠানে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
মুকসুদপুরে বাড়ির উঠানে পড়েছিল বৃদ্ধের মরদেহ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসদুপুরের দিঘিরপাড় গ্রাম থেকে মো. সিরাজ শেখ (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে তার নিজ বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া ওই পরিবারের বরাত দিয়ে জানান, সিরাজ শেখ রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে তিনি ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। পরে সকাল ৬টার দিকে তার মরদেহ নিজ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তারা খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ দেখা গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।