ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণে বিন্দু পরিমাণ ছাড় নয়: বিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণে বিন্দু পরিমাণ ছাড় নয়: বিএমপি কমিশনার

বরিশাল: শৃঙ্খলা মেনে চলা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার)। তিনি বলেছেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

পুলিশে শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ করলেও একই ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৩ নভেম্বর) সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় অফিসার-ফোর্স সদস্যদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা দেন বিএমপি কমিশনার।

কল্যাণ সভার শুরুতে বিএমপিতে কর্মরত উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) মো. ইউসুফ আলী হাওলাদার, টিএসআই মো. ফোরকানুল আলম হাওলাদার ও কনস্টেবল মো. শাহজাহান মিয়াকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তাদের ক্রেস্ট ও উপহার দেন বিএমপি কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হাসেন মজুমদার-পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) বিএম আশরাফ উল্যাহ তাহেরসহ বিএমপ’র শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।