ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরের ‘গরিবের বন্ধু’ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
সৈয়দপুরের ‘গরিবের বন্ধু’ আর নেই

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ‘গরিবের বন্ধু’ খ্যাত ও পৌরসভার সাবেক সফল মহিলা কাউন্সিলর জোসনা বেগম মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) শহরের বাঁশবাড়ি বায়তুস সালাম জামে মসজিদে জানাজা শেষে গোলাহাট কবরস্থানে তাকে দাফন করা হয়।  

শহরের বাঁশবাড়ি এলাকার বাসিন্দা জোসনা বেগম বার বার জনতার ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘ ১৬ বছর পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড থেকে মহিলা কাউন্সিলর হয়ে প্রতিনিধিত্ব করেন।  

কঠোর পরিশ্রমী, মেধাবী ও জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়ায় শহরজুড়ে তিনি ‘গরিবের বন্ধু’ হিসেবে খ্যাতি অর্জন করেন। কয়েক বছর ধরে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল।  

জোসনা বেগম মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।  

তার মৃত্যুতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান ও পৌর কাউন্সিলররা শোক জানিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এমএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।