ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

 বিশ্বের অনন্য ৫টি ঘোড়া

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
 বিশ্বের অনন্য ৫টি ঘোড়া

প্রাচীনকাল থেকে ঘোড়া ব্যবহার হয়ে আসছে যোগাযোগের বাহক হিসেবে। আগে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে ঘোড়ার প্রচলন ছিল।

রাজ-রাজারাও ঘোড়া ব্যবহার করতেন।  

এখনও ঘোড়া অনেকেরই পছন্দ। কেউ ঘোড়ায় চড়তে, কেউবা লালনপালন করতে পছন্দ করেন। যে কারণেই পছন্দ হোক না কেন, চলুন পাঠক জেনে নিই পৃথিবীর অনন্য পাঁচটি ঘোড়া সম্পর্কে।

ফ্রিসিয়ান

ফ্রিসিয়ান ইউরোপের অন্যতম পুরোনো ঘোড়ার জাত। এটি ফ্রিসল্যান্ডের স্থানীয় প্রজাতি। এটি এর ঘন ঢেউ খেলানো চুলের জন্য বিখ্যাত।

আখাল তেকে  
এটি তুর্কমেনিস্তানের ঘোড়ার একটি জাত। এর গায়ে উজ্জ্বল রঙের কারণে এটিকে গোল্ডেন হর্স নামে ডাকা হয়।  

ন্যাবস্ট্রাপ 

ন্যাবস্ট্রাপ নামক ঘোড়ার জাতটির উৎস ডেনমার্ক। দেহের ছোপ ছোপ দাগের কারণে এটি পরিচিত। এর চোখের অংশ সাদা। এর ক্ষুরে হালকা ফিতার মতো দাগ রয়েছে।

জিপসি ভ্যানার
জিপসি ভ্যানার শীতল রক্তবিশিষ্ট ঘোড়া। গ্রেট ব্রিটেনের স্থানীয় জাত এটি। গায়ে বিভিন্ন রঙের জন্য এটি পরিচিত। ক্ষুরের চারপাশে লোম দিয়ে ঘেরা। এর চুলও বেশ দীর্ঘ।  

গোল্ডেন টেনেসি
এর গায়ের রঙ সোনালী। প্রতিযোগিতায় অদ্ভুতভাবে হাঁটার জন্য এর পরিচিতি রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।