ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অফবিট

সন্ন্যাসজীবন বেছে নিলো হীরা ব্যবসায়ীর শিশুকন্যা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
সন্ন্যাসজীবন বেছে নিলো হীরা ব্যবসায়ীর শিশুকন্যা! দেবাংশী সাংভি

বাড়িতে দামি আসবাবপত্র আর হীরা-জহরতের অভাব নেই। কিন্তু এখন থেকে তাকে থাকতে হবে সাধু-সন্ন্যাসীদের মতো হয়ে! শুনতে অবাক লাগলেও সত্যিই এমনই সিদ্ধান্তে অবিচল ধনীর এক দুলালী।



বলছিলাম ৯ বছরের দেবাংশী সাংভির কথা। ওই শিশুটি তার বাবার ধনসম্পদের বিলাসিতা ছেড়ে সন্ন্যাসজীবন বেছে নিয়েছে।

এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের সুরাট শহরে।

দেবাংশীর বাবা সুরাটের তিন দশকের অন্যতম বৃহৎ সাংভি অ্যান্ড সন্স হীরা ব্যবসায়ী সংস্থার কর্ণধার। তার নাম ধনেশ সাংভি।

ওই কোটিপতির মেয়ের সন্ন্যাসগ্রহণ অনুষ্ঠানের জাঁকালো আয়োজন দেখে রীতিমতো হতবাক জনতা। দেবাংশী জৈন সন্ন্যাসী আচার্য বিজয় কীর্তিযশ্যসুরীর কাছ থেকে সন্ন্যাসজীবন গ্রহণ করে।  

জৈন সন্ন্যাসীদের সঙ্গে পদযাত্রাও করেছে মেয়েটি।  তিন দিন আগে শুরু হয় তার সন্ন্যাসগ্রহণ অনুষ্ঠান। যেখানে বিপুল অর্থ খরচ করেন তার কোটিপতি বাবা!



জানা গেছে, ধনেশের দুই মেয়ে, দেবাংশী বড়।  দেবাংশী কয়েকটি ভাষায় কথা বলতে পারে। শুধু তাই নয়, গানবাজনাতেও সে বেশ পারদর্শী। এ বয়সের আগে দেবাংশীর আধাত্মিকতার প্রতি টান ছিল। এই কারণে সবার সঙ্গেই বসে প্রতিদিন পুজা করত সে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।