ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

অফবিট

৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল, গিনেসে নাম লেখালেন এই নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল, গিনেসে নাম লেখালেন এই নারী

ভারতের উত্তরপ্রদেশের নারী স্মিতা শ্রীবাস্তব। ইচ্ছে ছিল চুল লম্বা করে রেকর্ড গড়ার।

যেই ইচ্ছে সেই কাজ। নিজের চুল লম্বা করতে করতে এখন এর দৈর্ঘ্য গিয়ে দাঁড়িয়েছে ৭ ফুট ৯ ইঞ্চি! আর এতে একেবারে গিনেস বুকে নাম তুলেছেন এই ভারতীয় নারী।  

স্মিতার চুলের দৈর্ঘ্য ছাড়িয়ে গেছে বিশ্বের সবাইকে। দাঁড়িয়ে থাকলেও তার চুল মাটি স্পর্শ করে অনায়াসে।  

৪৬ বছর বয়সি স্মিতা শ্রীবাস্তবের এতো লম্বা চুল এমনি এমনি হয়নি। এজন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে।

স্মিতা জানিয়েছেন, ১৪ বছর বয়স থেকেই চুল কাটা বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই চুল ৪১ বছরের মাথায় এসে এরূপ ধারণ করেছে।  

চুল এতো বড় করার ইচ্ছা কেন জেগেছিল কিশোরী বয়সে?

স্মিতা বলেন, আশির দশকের নায়িকারাই আমার অনুপ্রেরণা। তারা অনেকেই লম্বা চুল রাখতেন। সেই দেখেই চুল কাটানো বন্ধ করে দিই। আসলে লম্বা চুলই নারীদের সৌন্দর্য।  

আরও একটি কারণ জানান তিনি।  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে, দেবীদের ঐতিহ্যগতভাবে খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই নারীরা চুল বড় রাখতেন। ’  

এতো লম্বা চুলের যত্ন নেওয়াও তো বেশ কঠিন ও সময়সাপেক্ষ কাজ!

এ বিষয়ে স্মিতা জানান, আর সবার মতো সপ্তাহে দুবার চুল শ্যাম্পু করেন। কারণ চুল ধুতেই তার সময় লেগে যায় ৩০ থেকে ৪৫ মিনিট। এরপর চুল শুকোতে, জট ছাড়াতে ও কায়দা করে বাঁধতে কমপক্ষে তিন ঘণ্টা সময় লাগে তার।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস 

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩ 
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।