জানা মতে, পৃথিবীর সবচেয়ে বুড়ো গরিলার নাতির ঘরে আরও একটি পুতি হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহাইও’র কলম্বাস চিড়িয়াখানায় এই গরিলা পরিবারের বাস।
সেখানে গত বুধবার জেজে নামের নতুন গরিলা শিশুর জন্ম হয়। তবে সেটি কোন লিঙ্গের তা এখনো জানা যায়নি।
গরিলাটি এখনও তার মায়ের কোল ঘেঁষে রয়েছে। মায়ের নাম তাবিবু। নতুন সন্তান নিয়ে লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছে মা গরিলাটি।
ধারণা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে আর প্রকাশ্য দেখা যাবে না।
গোটা চিড়িয়াখানায় এই গরিলা পরিবারের বেশ পরিচিতি। আর এর প্রধান ৫৯ বছর বয়সি কোলোকে পৃথিবীতে জীবন্ত সবচেয়ে বয়ষ্ক গরিলা হিসেবেই ভাবা হয়।
এই চিড়িয়াখানাতেই জন্ম কোলোর।
নবজাতক গরিলা জেজে’র বাবা মাকোম্বো-দ্বিতীয় এই কোলোর নাতি। মাকোম্বো ও মাসুবা দুই জমজ ভাই। এরাই পশ্চিম গোলার্ধের প্রথম জন্ম নেওয়া কোনও গরিলা জমজ।
বাংলাদেশ সময় ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমএমকে/