ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

শিকারি নিজেই শিকার!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
শিকারি নিজেই শিকার!

‘শিকারি নিজেই তুমি হয়েছো শিকার’- কবিতার বাণী কখনো কখনো সত্য হয়ে ওঠে। সেটাই ঘটেছে এক আমেরিকান শিকারির বেলায়।

 

 

‘শিকারি নিজেই তুমি হয়েছো শিকার’- কবিতার বাণী কখনো কখনো সত্য হয়ে ওঠে। সেটাই ঘটেছে এক আমেরিকান শিকারির বেলায়।

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড এলাকার গ্যারি হিটার (৬৯) নামের এক ঝানু শিকারি গত শনিবার মাউরি পর্বতে গিয়েছিলেন হরিণ শিকারে। শিকারও করে ফেললেন শৃঙ্গধারী এক দশাসই মদ্দা হরিণ। হরিণটাকে গুলি করে মেরে তার চার চাকার গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার সময়ই ঘটল বিপত্তি।

কি কারণে যেন গাড়িটা নিয়ন্ত্রণ হারাল আর গ্যারি হিটার ছিটকে গিয়ে পড়লেন হরিণটার শিংয়ের উপর। মানে এফোঁড় ওফোঁড় হয়ে তিনি গেঁথে রইলেন হরিণের শিংয়ে।

দলের অন্যরা তার রক্তক্ষরণ বন্ধের মরিয়া চেষ্টা চালালেন। কিন্তু এতো গুরুতর আঘাতে প্রাথমিক চিকিৎসা তেমন কোনো কাজেই এলো না।
অবশেষে তাকে উদ্ধারে অকুস্থলে ছুটে এলো একটি হেলিকপ্টার।
 
কিন্তু পার্বত্য এলাকা বলে কপ্টারটা নামার মতো জায়গা পাচ্ছিল না। পরে বেশ কিছুটা দূরে কপ্টারটি অবতরণ করলো এবং হিটারকে উড়িয়ে নিয়ে গেল।

শিকার হিটার এতো গুরুতর আঘাতের পরও জ্ঞান হারাননি। হাসপাতালে তার অবস্থা এখন আশংকামুক্ত। বেচারা শিকারি! শিকার করতে গিয়ে তিনি নিজেই বনে গেলেন দুভার্গ্যের শিকার!
 
huffingtonpost.com এ খবরের শিরোনাম:   ‘Man Kills Elk, Elk Impales Man Moments Later’।
 
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।