ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অফবিট

বেড়ালের প্রভুভক্তি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বেড়ালের প্রভুভক্তি!

বেড়ালকে বলা হয় সবচেয়ে স্বার্থপর ও অকৃতজ্ঞ প্রাণী। সে কেবল নিজের সুখটাই দেখে। কিন্তু প্রচলিত ধারণাকে মিথ্যে প্রমাণ করেছে এক ইন্দোনেশীয় মেনি বেড়াল।

বেড়ালকে বলা হয় সবচেয়ে স্বার্থপর ও অকৃতজ্ঞ প্রাণী। সে কেবল নিজের সুখটাই দেখে।

কিন্তু প্রচলিত ধারণাকে মিথ্যে প্রমাণ করেছে এক ইন্দোনেশীয় মেনি বেড়াল।

যে নারী ওকে লালন-পালন করতেন, তার মৃত্যুর পর গত এক বছর ধরে কবরের ওপরই শুয়ে থাকে বেড়ালটি।

‘Heartbroken Cat Stays on Owner's Grave’ শিরোনামের এক প্রতিবেদনে yahoo.com জানাচ্ছে, লোকে বেড়ালটিকে লালন-পালনের জন্য নিতে চাইলেও বেড়ালটি তার মৃত নারী প্রভুর কবর ছেড়ে একদমই যাওয়ার পাত্র নয়।

মধ্য জাভার এই বেড়ালটিকে প্রথমে ঘরহারা বলে ভেবেছিলেন স্থানীয় বাসিন্দা কেলি কেনিংগাউ পেইতনো। কিন্তু বেড়ালটিকে বাড়িতে নিয়ে যেতে ব্যর্থ হওয়ার পর তার ভুল ভাঙে। বেড়ালটি আবারও ফিরে আসে তার মনিবের কবরের পাশে।

SWNS.com-কে কেলি কেনিংগাউ পেইতনো বলেন, ‘আমি ওকে অনুসরণ করে দেখি, সে তার মৃত মনিবের বাড়িতে যাচ্ছে। নারীর সন্তানেরা ওকে খেতে দেন। খাওয়া শেষে বেড়ালটি আবার ফিরে আসে তার মনিবের কবরে। সে কবরেই ঘুমায় আর সারাক্ষণ মিউ মিউ করে কাঁদে। এ এক মর্মান্তিক দৃশ্য’।

‘এ থেকেই বোঝা যায়, মনিবের সঙ্গে তাদের পোষা প্রাণীদের সম্পর্ক কতোই না নিবিড়!’

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেএম/এসএইচ/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।