ঢাকা: বিচিত্র পৃথিবীতে ঘটে চলেছে কতো না বিচিত্র ঘটনা! নইলে কি আর মানুষ রেখে কুকুরকে কেউ মেয়র নির্বাচিত করে?
অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে। সেখানকার ছোট্ট শহর র্যাবিট হ্যাশ (Rabbit Hash)।
www.msn.com - এর খবরের শিরোনামটা পড়ুন-‘Kentucky Town Elects Pit Bull Brynneth Pawltro Mayor’
কুকুরটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটে হারিয়েই মেয়রের পদটি বাগিয়ে নিয়েছে। বলা বাহুল্য, ওর অন্য প্রতিদ্বন্দ্বীরাও ছিল কুকুর, বেড়াল, শেয়াল ও মুরগি। ব্রাইনেথ পাউলট্রো সর্বমোট ভোট পেয়েছে ৩ হাজার ৩৬৭টি।
ভোট শেষে Rabbit Hash Historical Society in Kentucky- এর বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ববি কাইজারের মুখে জয়ী কুকুর ব্রাইনেথ পাউলট্রোর প্রশংসাই ঝরেছে- ‘...কতো মিষ্টি একটা কুকুর সে! ... সে হতে যাচ্ছে ওর প্রজাতির দূত’।
শহরের বিখ্যাত Rabbit Hash General Store- এর জন্য চাঁদা সংগ্রহের জন্যই আয়োজন করা হয়েছিল এই অভিনব ভোটাভুটির। গত ফেব্রুয়ারিতে এক বড় ধরনের অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল স্টোরটি। এ খাতে সংগৃহীত অর্থ স্টোরটির মেরামতের কাজে ব্যয় করা হবে।
মজার ব্যাপার, ভোটাররা যতোবার ইচ্ছে ভোট দিতে পেরেছেন। তবে প্রতিবারের জন্য আলাদাভাবে ডলার গুনতে হয়েছে তাদের। সব মিলিয়ে সংগৃহীত হয়েছে ৮ হাজার ৯৬৫ ডলার।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএম/এএসআর