ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

চা বিক্রেতা যখন ‘গেস্ট অব অনার’

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
চা বিক্রেতা যখন ‘গেস্ট অব অনার’

একজন বিখ্যাত চা বিক্রেতা, অন্তত ভারতীয়দের কাছে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরেকজন বিখ্যাত ‍চা বিক্রেতা রয়েছেন, ভারতের কেরালা রাজ্যের মোহাম্মদ শাফি। ২০ বছরের বেশি সময় ধরে দুবাইয়ে চা বিক্রির কাজ করছেন।

একজন বিখ্যাত চা বিক্রেতা, অন্তত ভারতীয়দের কাছে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
আরেকজন বিখ্যাত ‍চা বিক্রেতা রয়েছেন, ভারতের কেরালা রাজ্যের মোহাম্মদ শাফি।

২০ বছরের বেশি সময় ধরে দুবাইয়ে চা বিক্রির কাজ করছেন।

দুবাইয়ের একটি চেইন শপ উদ্বোধন করতে এবার তাকে প্রধান অতিথি বানানো হয়েছে।
 
সম্প্রতি দুবাইয়ের ডেইরা (Deira) শহরের মুসালা রোডে কি ফ্যাশন ইলেকট্রনিক্স ট্রেডিংয়ের একটি নতুন শাখা উদ্বোধন করতে শাফিকে প্রধান অতিথি করা হয়। এটি ওই এলাকার জন্য তৃতীয় শো’রুম।
 
উদ্বোধনের সময় কোম্পানির মালিক নিলেশ ভাটিয়াও উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান শেষে শাফি গালফ নিউজকে বলেন, ‘আমি ড্রিম ওয়ে ক্যাফেটেরিয়ায় কাজ করি। নিলেশ ভাটিয়া যখন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান, আমি তখন অবাক হই’।
 
তিনি বলেন, ‘এ রকম কোনো কিছু আমি কল্পনাও করিনি। তবে এটা করতে পেরে দারুণ লাগছে। আমি তাদের ভালো ব্যবসা এবং উন্নতি কামনা করি’।
 
মোহাম্মদ শাফি নিলেশ ভাটিয়ার বদান্যতারও প্রশংসা করেন।
 
শাফি বলেন, ‘ভালো ফলাফল নিয়ে 12th grade পাস করা আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে উৎসাহ দিয়েছিলেন ভাটিয়া। সে সময় আমি ছেলেকে দুবাইয়ে সেলসম্যান হিসেবে নিয়ে আসার চিন্তা করছিলাম। তখন ভাটিয়া আমাকের ১৫ হাজার দিরহাম দিয়েছেন এবং বলেছেন, ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে।   আমি তার কাছে ঋণী, আমার ছেলে এখন আইটি ইঞ্জিনিয়ার’।
 
রাজস্থান থেকে আসা ভাটিয়াও শাফির প্রশংসা করেন।

তিনি বলেন, ‘২০ বছর ধরে শাফি ভালোবাসা আর ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছেন। তিনি সত্যিই একজন ভালো শুভাকাঙ্খী’।
 
বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।