ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

কুকুরের কোলে বড় হচ্ছে বাঘের ছানারা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
কুকুরের কোলে বড় হচ্ছে বাঘের ছানারা! ছবি: ফাইল ফটো

জার্মানির একটি চিড়িয়াখানায় কুকুরের কোলে বড় হচ্ছে দুই বাঘশাবক। সেখানকার স্টাকেনব্রোক সাফারি পার্কে ছানা দু’টিকে ফেলে মা বাঘ পালিয়েছে।

জার্মানির একটি চিড়িয়াখানায় কুকুরের কোলে বড় হচ্ছে দুই বাঘশাবক। সেখানকার স্টাকেনব্রোক সাফারি পার্কে ছানা দু’টিকে ফেলে মা বাঘ পালিয়েছে।

জমজ ছানা দু’টির বয়স এখন এক মাস। নাম পিচ ও পার্ল।

সেখানকার রক্ষক জিনেট উরমস বলছিলেন, প্রসবের সময় বাঘিনীর কষ্ট হচ্ছিলো। ঘণ্টাখানেকের চেষ্টায় বাচ্চা দু’টিকে জন্ম দিয়েই ভেগেছে, আর আসেনি।

তখন থেকে রক্ষকের লিভিং রুমে ওই দু’টি শাবকের স্থান হয়েছে। তার ঘরও এ পার্কের ভেতরে। সেখানে শাবক দু’টির দেখভাল করছে তার পোষা কুকুর লিয়ন।

উরমসের ভাষায়, ‘ঘরে পাওয়া মাত্রই কুকরটি যেনো ওদের মা বনে গেলো। সেই ওই দু’টিকে শেখাচ্ছে, মজা করছে, আনন্দ দিচ্ছে’।

এর আগেও উরমস ও তার কুকুর মিলে বাঘ ও সিংহের ছানা বড় করেছে। তাই তারা ভালো করেই জানে, কি করতে হবে।

তবে এই ভালোবাসা যে বেশিদিনের নয়, তা কুকুর আর উরমস- দু’জনেরই জানা। একটু বড় হলেই ওরা শিকারি হয়ে উঠবে, হিংস্র হবে, আর শক্তিও বাড়বে। তখন আর কাছে রাখা যাবে না।

তবে জীবনের জন্য ঝুঁকি না হয়ে ওঠা পর্যন্ত তিনি আর তার কুকুর পিচ ও পার্লের সেবা করে যাবে- এটাই ইচ্ছা উরমসের।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএমকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।