ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

সন্তানের প্রতি যত্নশীল বাবা মাকড়সা

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
সন্তানের প্রতি যত্নশীল বাবা মাকড়সা

পৃথিবীতে এ পর্যন্ত পাওয়া ৩৭ হাজার ২৯৬ প্রজাতির মাকড়সার মধ্যে অনেকগুলোরই পুরুষেরা তাদের সন্তান লালন-পালন করে থাকে। জন্ম দেওয়ার আগে-পরে মা মাকড়সাদের জীবন সংকটে থাকায় বাবারাই এ দায়িত্ব কাঁধে তুলে নেয়। 

পৃথিবীতে এ পর্যন্ত পাওয়া ৩৭ হাজার ২৯৬ প্রজাতির মাকড়সার মধ্যে অনেকগুলোরই পুরুষেরা তাদের সন্তান লালন-পালন করে থাকে। জন্ম দেওয়ার আগে-পরে মা মাকড়সাদের জীবন সংকটে থাকায় বাবারাই এ দায়িত্ব কাঁধে তুলে নেয়।

 

বিশেষ করে ব্রাজিলিয়ান ম্যানেগিয়া পোরাসিয়া বা অক্ষিগোলক মাকড়সার ওপর গবেষণা করে প্রাণীবিজ্ঞানীরা দেখেছেন, এ প্রজাতির নারীদের জীবন অত্যন্ত কঠিন। শিকারিদের হাত থেকে ডিম রক্ষা করতে তারা বৃক্ষাচ্ছাদিত পরিবেশে পাতার তলে মরার মতো পড়ে থাকে। নিজ ঘরের অন্ধকার কোণে জালে বসে বস্তাবন্দি হয়ে ডিম ফোটাতে প্রস্তুত হয়। সঙ্গী পুরুষ মাকড়সা ডিম পাড়া থেকে শুরু করে ফোটানো পর্যন্ত স্ত্রীর আশপাশেই থাকে।

প্রায় সব প্রজাতির স্ত্রী মাকড়সাই রেশম থলেতে ডিম পাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই ডিম না ফোটা পর্যন্ত নারীরা সেটি বয়ে বেড়ায়। আর ম্যানেগিয়া পোরাসিয়া পুরুষও সে থলি বয়ে নেওয়া বা পাহারা দেয়। বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে নিজের আয়ত্বে নিয়ে নেয়।

স্বজাতিভুক বনবিড়াল মাকড়সা (লিন্‌স্ক স্পাইডার)  প্রজাতির নারী মাকড়সারা পূর্বরাগ ও যৌন মিলন শেষে তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। সেখানে অক্ষিগোলক পুরুষ মাকড়সার সন্তান বড় করার দায়িত্ব পালন বিষ্ময়কর ও অভিনব বলে মন্তব্য করেছেন ব্রাজিলের উবারল্যান্ডিয়া ফেডারেল বিশ্ববিদ্যালয়ের প্রাণী গবেষক রাফায়েল রিওস মোওরা।

‘সুরক্ষা ছাড়াও সম্ভবত তাদের পূর্বপুরুষদের কাছ থেকে একইসঙ্গে বাবা-মায়ের দায়িত্ব নিতে শিখেছে ম্যানেগিয়া পোরাসিয়া পুরুষেরা’- বলেন মোওরা।

তিনি বলেন, ‘অক্ষিগোলক মাকড়সার হাজার হাজার প্রজাতি আছে। কিন্তু এটি আসলে একটি অসাধারণ আবিষ্কার যে, ম্যানেগিয়া পোরাসিয়ার পিতা-মাতার দায়িত্ব ভাগ করার ঘটনা অনন্য ও অদ্বিতীয়’।

‘জন্মের পর বাচ্চা মাকড়সারা জালের হালকা সুতা দিয়ে বিশেষত ওপরে ওঠে এবং বাতাসে ভেসে থাকে। অন্য প্রজাতির মায়েরা তাদের বড় হওয়া পর্যন্ত দেখ-ভাল করলেও ম্যানেগিয়া পোরাসিয়া বাবারা সে দায়িত্ব পালন করে’।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এএসআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।