ছবির মতো সুন্দর প্রকৃতির দেশ কানাডা। শীতপ্রধান দেশটিতে রয়েছে বেশ কিছু দ্বীপ।
দ্বীপগুলোর সৌন্দর্যও কম নয়। ভ্রমণপিপাসুদের জন্য সবগুলোই উত্তম জায়গা।
১.কানাডার গালফ ও পোর্টল্যান্ড আয়ল্যান্ড (ছবির ক্রমানুসারে)২.প্রিন্স এডওয়ার্ড আয়ল্যান্ড: এ দ্বীপের কোনো স্থল সীমানা নেই। এটি কানাডার ঐতিহ্যের প্রতিচ্ছবি। এখানে এক লাখ ৪০ হাজার মানুষ বসবাস করেন। অ্যানি অব গ্রিন গ্যাবলস উপন্যাসের লেখক এল এম মন্টগোমেরির স্মৃতি বিজড়িত এ দ্বীপে তার ভক্তরাই বেশি ভ্রমণে যান।
দ্বীপটির সঙ্গে ব্রুনসউইক ও কানাডার মূল ভূমির সহজ যোগাযোগ স্থাপনে ‘কনফেডারেশন ব্রিজ’ নামের একটি সেতু করা হয়েছে। বিশ্বের দীর্ঘতম সেতুটি বরফে ঢাকা পানির ওপর নির্মিত। ৩.ভ্যানকুভার আয়ল্যান্ড: এটি ব্রিটিশ কলম্বিয়ার মূল ভূমিতে অবস্থিত। প্লেন, হেলিকপ্টার অথবা ফেরিতে করে এ আইল্যান্ডে যাওয়া যায়। ৪.কেপ ব্রিটন আয়ল্যান্ড: এটি কানাডার সামুদ্রিক প্রদেশের একটি অংশ, যা নোভাস্কশিয়ায় অবস্থিত। সেল্টিক ঐতিহ্যের জন্য এ দ্বীপ বিখ্যাত। ৫.ফোগো আয়ল্যান্ড: কানাডার একপ্রান্তে অবস্থিত দ্বীপটি এক সময় মাছের জন্য বিখ্যাত ছিলো। ৬.ম্যানিতুলিন আয়ল্যান্ড: এটি বিশ্বের সবচেয়ে ফ্রেশ ওয়াটার আয়ল্যান্ড। এখানে দুই ডজনের মতো মানুষের ছোট বসতি রয়েছে। তারা পশম বাণিজ্য থেকে মুক্ত বাণিজ্যে ঢুকেছেন। সেই সঙ্গে তুষার যুগ থেকে নতুন যুগে। এটি শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক স্থান। ৭.ম্যাডালেনে আয়ল্যান্ড: এটি সেন্ট লরেন্সের হৃদয়। বালিয়াড়ি ও লাল বেলেপাথরের জন্য বিখ্যাত। ৮.হাইদা গোয়াই: ব্রিটিশ কলম্বিয়ার উত্তর উপকূলের একটি দ্বীপমালা। ৯.স্পিরিট আয়ল্যান্ড, আলবার্টা: ছোট এবং বিচ্ছিন্ন দ্বীপ হলেও এর গাঁথুনি স্থায়ী। ১০.ব্যাপিন আয়ল্যান্ড: এটি কানাডার সবচেয়ে বড় আয়ল্যান্ড। বিশ্বের পঞ্চম দীর্ঘতম আইল্যান্ড এটি।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
ইএস/এএসআর