ঢাকা: শুধু কবিরাই নন, সাধারণ মানুষও প্রকৃতির রূপ, রস ও সৌন্দর্যে হয়ে ওঠেন আবেগময়| মনোরম সেসব সৌন্দর্যের সামনে দাঁড়ালে তাদের মাঝেও জেগে উঠতে পারে ‘কবি প্রতিভা’।
প্রকৃতির এমনই দশটি স্থান রয়েছে ভারতে, যেগুলোর সুখ্যাতি বিশ্বজোড়া| দর্শনীয় এসব স্থানের নীলাভ-সবুজ পাহাড়, নদী, বিস্তৃত সমুদ্রসৈকত ও লেক আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে উচ্ছ্বসিত হয়ে যে কেউ লিখে ফেলতে পারেন কবিতার দুই-চার লাইন।
১. চন্দ্রতাল লেক, হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশের পাহাড়ের খাঁজে খাঁজে রয়েছে স্বচ্ছ জলরাশির সুন্দর নিবিড় চন্দ্রতাল লেক।
২. আলেপ্পি, ব্যাকওয়ার্টাস, কেরালা
কেরালা প্রদেশের আল্লেপ্পি ব্যাকওয়ার্টাস হচ্ছে শান্তিপ্রিয় মানুষের সবচেয়ে পছন্দের জায়গা| কারণ, এখানে গেলে মন শান্ত হবে।
৩. আগোন্ডা বিচ,গোয়া
গোয়ার শীতলতম স্থান আগোন্ডা বিচ। ক্লান্তি দূর করে আরামের জন্য বেছে নেওয়া যেতে পারে অত্যাশ্চর্য এই বিচ।
৪. টিএসও মোরিরি হ্রদ,জম্মু-কাশ্মীর
জম্মু-কাশ্মীরে অবস্থিত রহস্যময় টিএসও মোরিরি হ্রদ। এ হ্রদের আশ্চর্য সৌন্দর্য বিমোহিত করে দর্শনার্থী ও পর্যটকদের।
৫. আমনগট রিভার, মেঘালয়
আমনগট নদী মেঘালয় প্রদেশের সবচেয়ে সুন্দর নদী।
৬. হোয়াইট ৠান, গুজরাট
গুজরাটের হোয়াইট ৠান প্রকৃতির অসাধারণ সব সৌন্দর্যের আঁধার। সমুদ্র সৈকত ও মরুভূমির পাশাপাশি অবস্থানে ছবির মতো সৌন্দর্য তৈরি হয়েছে এখানে।
৭. দাললেক, জম্মু-কাশ্মীর
প্রকৃতির যাদুকরী সৃষ্টি কাশ্মীরের দাললেক। যার সৌন্দর্যের যাদু উৎসাহিত করে নতুন কিছু সৃষ্টির।
৮. এলিফ্যান্ট বিচ, আন্দামান
আন্দামানের এই শান্ত সৈকতও মুগ্ধতায় ভরিয়ে দেয় সকলকে।
৯. লামায়ুরু, জম্মু-কাশ্মীর
জম্মু-কাশ্মীরের লামায়ুরু এমন একটি স্থান, যার সৌন্দর্যে আত্মাকে অনুভব করা যায়।
১০. চিত্রাকুট ফলস, ছত্তিশগড়
এ শুধু পানি নয়, যা চিত্রাকুট ঝরনা থেকে পড়ছে। এ হল এমন এক মোহনীয় শব্দ, যা কবিতায়ও বোনা যায়।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এমসি/এএসআর/টিআই