ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

আলো চোর কাঠবেড়ালির গল্প

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আলো চোর কাঠবেড়ালির গল্প

কাঠবেড়ালির পেয়ারা চুরির কথা সবাই জানি। কিন্তু আলো চুরি করার কথা শুনেছেন কি? আলো দেয় যে বাল্ব তাই মুখে কামড়ে নিয়ে পালানো এক কাঠবেড়ালির ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।

কাঠবেড়ালির পেয়ারা চুরির কথা সবাই জানি। কিন্তু আলো চুরি করার কথা শুনেছেন কি?

আলো দেয় যে বাল্ব তাই মুখে কামড়ে নিয়ে পালানো এক কাঠবেড়ালির ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।



একটি- দু’টি নয়, ১৫০টি বাল্ব সে চুরি করেছে একটি ক্রিসমাস ট্রি থেকে। ২৪ ঘণ্টায় প্রায় পুরো গাছ খালি করে দিয়েছে। পড়ে রয়েছে শুধুই তারগুলো।

যুক্তরাষ্ট্রের সিয়াটলের এই আলো চোর কাঠবেড়ালির দেখা মেলে মার্গারেট রিকানের বাড়িতে। বড়দিন সামনে রেখে তিনি শখের ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন লাল-নীল-হলুদ বাতিতে। কিন্তু কাঠবেড়ালির তা এতোই ভালো লেগেছে যে, সেগুলো নিজের করে, নিজের ঘরে নিয়ে যেতেই হবে!

পরে টানা চব্বিশ ঘণ্টা একের পর এক হানা দিয়ে ১৫০টি বাল্ব নিয়ে পালিয়েছে। একটি নিয়ে রেখে এসে অন্যটি খুলে নেয়।

বিষয়টিতে মজা পেয়ে যান মার্গারেট রিকান। তিনি কাঠবেড়ালিটিকে না তাড়িয়ে সেটির চুরিকাণ্ডের ভিডিও করতে থাকেন।

তাতে ধরা পড়ে মুখে করে বাল্ব নিয়ে দ্রুত সটকে পড়ার দৃশ্য।

আরেকবার দেখা গেছে, পুরো অ্যাক্রোব্যাটিক স্টাইলে লাফিয়ে লাফিয়ে কাঠবেড়ালিটি চিরসবুজ গাছের ডাল থেকেও বাল্ব তুলে নিচ্ছে। অপরাধীর অপরাধের সৌন্দর্য রিকানকে এতোই মুগ্ধ করেছে যে, তিনি বসে বসে তাই ভিডিও করলেন।

তারের সঙ্গে লটকে দেওয়া বাল্বগুলো খুব সতর্কতার সঙ্গে আলাদা করে করে কাঠবেড়ালিটির নিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করে বেশ মজাও পেলেন মার্গারেট রিকান।

প্রশ্ন হচ্ছে, বাল্বগুলো নিয়ে কাঠবেড়ালিটি কি করলো? না, সে আর কোনো ক্রিসমাস ট্রি সাজায়নি। ওগুলো নিয়ে পাশের বাড়ির দেয়াল টপকে মাটিতে গর্ত করে তার মধ্যে ঢুকিয়ে রেখেছে।

 
রিকান লিখেছেন, ‘এমন পরিশ্রমী প্রাণী আর দেখিনি’।
 
রিকান ভাবছেন, হয়তো খাদ্য জাতীয় কিছু ভেবেই কাঠবেড়ালিটি এই বাল্বগুলো সংগ্রহ করে গর্তে ঢুকিয়ে রেখেছে। শীতকালটা তাকে ওই গর্তেই বাস করতে হবে।
 
নিজের ক্ষতি নিয়ে মোটেই চিন্তিত নন রিকান। বরং ভাবছেন, আহা কাঠবেড়ালিটি এই শীতে কি খাবে? যখন বুঝতে পারবে, ওগুলো তার খাবার নয়।
 
কাঠবেড়ালিটি এবারের শীতে টিকে থাকতে পারবে তো- এ ভাবনাতেই তার যতো মনোকষ্ট!

বাংলাদেশ সময় ০০২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।