বাস্তবিকে এই ঘড়ি দেখে আপনাকে ভাবতে হবে, রীতিমতো অংক কষে তবেই বের করতে হবে সময়। যা একটু কঠিনই বটে।
প্যারিসভিত্তিক অ্যক্সেল সিনডেলবেক এই ঘড়ির নকশা বানিয়েছে। আর এই ঘড়িটি বানানো হয়েছে ক্লাসরুমগুলোর জন্য, বিশেষ করে শিশুদের জন্য। যাতে ওরা এই ঘড়ির সময় বের করে করে অংক শিখতে পারে। তবে বড়রা যে সহজেই পেরে যাবেন তা নয়, যাদের গুনের নামতা জানা নেই তাদের জন্যও শেখার সুযোগ করে দেবে এই ঘড়ি।
ডিজিটাল এই ঘড়ির চারটি ভিন্ন ভিন্ন লেভেল। যার ডিজিটগুলো যোগ, বিয়োগ, গুন ও ভাগ চারটি কাজই করে তবে একটি ফলে পৌঁছানে যাবে যা হবে ওই সময়ের সময়। প্রতি ১০ সেকেন্ডেই সামনে আসে একটি সময় বের করার পাজল।
দেয়ালে সাটানো যায় এমন এই ঘড়িটি খুচরা বাজারে ৩০০ ডলারে বিক্রি হচ্ছে। তবে এর মোবাইল ভার্সনও ডাউনলোড করে নেয়া সম্ভব।
বাংলাদেশ সময় ০৮৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএমকে