ব্রিটিশ সীমান্তের বরফ ঢাকা এন্টার্কটিকা অঞ্চলের পশ্চিমে অ্যাডিলেইড দ্বীপে তারা বিয়ের পিঁড়িতে বসেছেন।
এন্টার্কটিকার বরফ আবৃত এলাকায় এটিই প্রথম কোনো বিয়ের আয়োজন।
বিয়ের জন্য তারা দ্বীপের রোথেরা রিসার্চ স্টেশনে একটি তাবু লাগান। সেখানে বাছাই করে কয়েকজন বন্ধু ও আত্মীয়কে আমন্ত্রণ জানান।
আয়োজনের বিষয়ে সিলভেস্টার বলেন, এন্টার্কটিকা অবিশ্বাস্য রকমের সুন্দর জায়গা। সেরা বন্ধুত্বের জন্য আমি এ স্থানই বেছে নিয়েছি। এর চেয়ে ভালো আয়োজন আর হতে পারে না।
তিনি বলেন, আমরা দুজনে সবসময় চেয়েছি বিয়ের আয়োজনটা ছোট করেই করবো। পৃথিবীর এ রকম দূরবর্তী বা বিচ্ছিন্ন এলাকায় বিয়ে হবে তা কল্পনাও করিনি।
স্ত্রী বায়োম জানান, গত দশ বছর ধরে টম আর তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করেছেন। ঘুরে বেড়িয়েছেন। এন্টার্কটিকায় বিয়ের অনুষ্ঠান আয়োজনটা যথার্থই মনে হচ্ছে।
ব্যতিক্রমী বিয়ের আমন্ত্রণ পেয়েছিলেন মাত্র ২০ জন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিটিশ এন্টার্কটিক এলাকার ম্যাজিস্ট্রেট পল স্যামওয়েস।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
জিওয়াই/আইএ