এ প্রসঙ্গে জুকারবার্গ ভক্তদের জানান, একই রঙের টি-শার্ট, হুডি, জিন্স ও জুতো তার অনেকগুলো রয়েছে। প্রতিদিন একই করম পোশাক ব্যবহার করায় তাকে পোশাকের পিছনে অতিরিক্ত মাথা ঘামাতে হয় না।
তবে জুকারবার্গের এ ধূসর টি-শার্ট কোনো সাধারণ টি-শার্ট নয়। খুবই উন্নতমানের এ টি-শার্টগুলোর নির্মাতা ইতালীয় ব্র্যান্ড ব্রুনেলো কুসিনেলি। এই টি-শার্ট তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের বুনন।
এ ধরনের একেকটি টি-শার্টের মূল্য ৩শ থেকে ৪শ ডলার। যা বাংলাদেশি টাকায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। তবে এ টি-শার্টের অনুকরণে তৈরি কিছু টি-শার্ট বাজারে ছাড়বে আরেকটি ব্র্যান্ড ভার্শ ক্লোদিংস।
ভক্তদের জন্য তৈরি এই টি-শার্টের মূল্য হবে ৪৬ ডলার। ভার্শ ক্লোদিংয়ের সিইও ক্লাউস বুশরোইথনার বলেন, তার কোম্পানির এ টি-শার্টগুলো জুকারবার্গের টি-শার্টের খুবই কাছাকাছি মানের হবে।
জানা যায়, এই টি-শার্ট বিক্রির মুনাফা মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের দাতব্য প্রতিষ্ঠান চ্যান-জুকারবার্গ ইনেশিয়েটিভ ফান্ডে দান করা হবে।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এনএইচটি/এএ