হাল আমলে সেলফি তোলা ও তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার ঝোঁক অতিমাত্রায়। বিপজ্জনকভাবে সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এসব যন্ত্র কোথাও লেগে দুর্ঘটনা ঘটাতে পারে। এর আগে ইউরোপের কিছু স্টেডিয়াম ও জাদুঘরে এ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হলেও এই প্রথম কোনো শহরে তা নিষিদ্ধ করা হলো।
মানুষের উগ্র ও অসামাজিক কর্মকাণ্ড ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মিলানের সিকিউরিটি কাউন্সিলর কারমেলা রোজা।
এ সিদ্ধান্ত ১৪ জুলাই শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে এবং তা বহাল থাকবে ১৩ আগস্ট পর্যন্ত। শুধু পাবলিক প্লেসগুলোতে এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি শেষ হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এনএইচটি/এএ