শান্ত, নম্র স্বভাবের ৩৫ বছর বয়সী কচ্ছপটির ওজন পঞ্চান্ন কিলোগ্রাম। তিন ফুট লম্বা এই নারী কচ্ছপটি জাপানের শিবুকাওয়া চিড়িয়াখানার বাসিন্দা।
অবাক করার বিষয় হচ্ছে, চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইয়োশিমি ইয়ামেন জানান, কচ্ছপটি অবিশ্বাস্য দ্রুতগতিতে হাঁটতে পারে যা কচ্ছপদের ক্ষেত্রে বিরল।
শিবুকাওয়া চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য খোলা সময়ে কচ্ছপটি খাঁচার বাইরে মুক্তভাবে ঘোরাঘুরি করে। এটিই জাপানি চিড়িয়াখানাটির নিয়ম। মুক্ত ঘোরাঘুরির এ সুযোগকে কাজে লাগিয়ে গত ২১ জুলাই একবার পালাতে গিয়ে ধরা পড়লেও আগস্টের ১ তারিখে সত্যিই পালিয়ে যায় প্রাণীটি।
কচ্ছপটি খুঁজে পেতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে ৫ লাখ ইয়েন পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। পদ্ধতিটি কাজে লাগে। হারিয়ে যাওয়া কচ্ছপটি একজন স্থানীয় শিকারির নজরে এলে তিনি কচ্ছপটি নিরাপদে ফিরিয়ে দিয়ে আসেন চিড়িয়াখানায়।
প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কচ্ছপটিকে বেশ দুশ্চিন্তায় ছিলো। তাদের মতে, বিশালাকার এ কচ্ছপটি পশু পাচারকারীদের নজরে পড়লে পরিণতি খুব খারাপ হতে পারতো।
এক মাসের মধ্যে দু’বার চিড়িয়াখানা থেকে পালানো এ কচ্ছপটি এখন জাপানি গণমাধ্যমের গরম খবরে পরিণত হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এনএইচটি/এএ